খাদেমুল ইসলাম ডাঃ এ এন এম এ মোমিন রহঃ এর সংক্ষিপ্ত জীবনী
ডাঃ এ এন এম এ মোমিন (ফারুক চৌধুরি) ১৯৫০ সালের ৪ঠা এপ্রিল রাজবাড়ী জেলার অন্তর্ভুক্ত বালিয়াকান্দি থানার পদমদী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম আব্দূস সামাদ এবং মাতার নাম মরহুমা সৈয়েদা শামসুন নাহার । ভাই বোনদের মধ্যে তিনি ছিলেন তার পিতার ৮ম সন্তান । তিনি রামদিয়া বি এম বি সি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হন । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে ১৯৭২ সালে বি এ (সম্মান) ও ১৯৭৪ সালে মাস্টার্স সম্পন্ন করেন। ২০০২ সালে তিনি হোমিওপ্যাথি চিকিৎসা শাস্ত্রে ডিপ্লোমা ডিগ্রি (ডি এইচ এম এস) অর্জন করেন। তিনি চাকুরী সুত্রে যুক্তরাজ্যের কার্ডিফে অবস্থিত ইউনিভার্সিটি অব ওয়েলস ইন্সিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন পোর্ট এন্ড শিপিং এডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি কর্মসূত্রে জাপান, ইটালি, শ্রীলঙ্কা থেকে সমুদ্র বন্দর বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ গ্রহন করেন ও সরকারি প্রতিনিধি দলের দলনেতা হিসাব মধ্যপ্রাচ্চের বিভিন্ন বন্দর যথা সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি, সৌদি আরবের জেদ্দা, মিসরের আলেকজান্দ্রিয়া, ইরানের বন্দর আব্বাস পরিদর্শন করেন। ১৯৯৬ সালে তিনি পবিত্র হজব্রত পালন করেন ও রাসুল (সঃ) পবিত্র রওজা শরীফ জিয়ারত করেন এবং সেইসাথে তিনি ইরাক ও প্যালেস্টাইনের বিভিন্ন পবিত্র স্থানে বাইতুল মুকাদ্দাস মসজিদ, আহলে বায়তের সম্মানিত সদস্য হজরত আলী , ইমাম হাসান, ইমাম হুসাইন প্রমুখ, বড়পীর হজরত আবদুল কাদের জিলানী সহ বিভিন্ন সম্মানিত অলি ও বিভিন্ন নবী ও সাহাবিদের রওজা শরীফ জিয়ারত করেন। এছাড়াও তিনি ভারতে হজরত খাজা মইনুদ্দিন চিশতী সহ বিভিন্ন সম্মানিত ওলি দের পবিত্র রওজা শরীফ জিয়ারত করেছেন।
ডাঃ মোমিন ১৯৭৮ সালে চট্টগ্রাম বন্দরে লিয়াজোঁ অফিসার হিসাব যোগদান করেন ও উপ সচিব, ডেপুটি ট্রাফিক ম্যানেজার, চীফ পারসোনেল অফিসার. সচিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে অবশেষে পরিচালক প্রশাসন পদে থেকে ২০০৮ এ অবসর গ্রহন করেন। অবসর গ্রহনের পর তিনি পুরাপুরি ইসলাম বিষয়ক লেখা ও গবেষণা কর্মে মনোনিবেশ করেন ও পরবর্তীতে শাহেনশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট এ সচিব হিসাবে যোগদান করেন ও আজীবন এই মহতী প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন।
মানুষ হিসাবে ডাঃ মোমিন ছিলেন একজন অনুকরণীয় আদর্শ । ছাত্র জীবন থেকেই তিনি একজন সৎ, বিনয়ী, জ্ঞানী লোক ও একজন ভাল মানুষ হিসাবে পরিচিত জনদের নিকট পরিগণিত হতেন। সম্ভ্রান্ত পরিবারের সন্তান হওয়া বা কর্ম জীবনে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা সত্তেও তিনি তার অধিনস্তদের সাথে কখন ও কটু কথা বলেছেন বলে শোনা যায়নি এবং সর্বদা সামর্থ্য অনুযায়ী সকলকে সাহায্য করার চেষ্টা করতেন। তার আচার ব্যাবহার ছিল অতি মিষ্ট। তিনি ভিক্ষুক দের কেও আপনি সম্বোধন করে কথা বলতেন। তিনি সারা জীবন আল্লাহু কে চেনা, জানা ও পাওয়ার জন্য মহান আল্লাহুর অলি দের দরবারে যাতায়াত করতেন। উল্লেখ্য তার পিতা ও মাতা মেদিনীপুর দরবার পাকের হজরত এরশাদ আলী আল কাদেরী রহঃ এর মুরিদ ছিলেন। ডাঃ মোমিন তার জীবনের বিভিন্ন পর্যায়ে তার ধর্মীয় শিক্ষক মোহাম্মদ সুলেমান রহঃ, কাঈয়ূম চৌধুরী রহঃ, মেদিনীপুর দরবার পাকের হজরত রসিদ আলী আল কাদেরী মা: জি: আ:, মাইজভান্ডার দরবার পাকের বিশ্বঅলি শাহেনশাহ সৈয়দ জিয়াউল হক রহঃ, সৈয়দ মোহাম্মদ হাসান মা: জি: আ, সৈয়দ মোহাম্মদ শাহজাহান মিয়া মা: জি: আ: এবং হজরত শাহ সুফি সৈয়দ লোকমান হাকিম আল কোরাইশী রহঃ প্রমুখ আল্লাহুর অলি বা আলেমদের সংস্পর্শে ছিলেন।
ডাঃ মোমিন প্রকৃত পক্ষে আল্লাহুর সন্তুষ্টির জন্য তার সৃষ্টিরহস্য জানার উদ্দেশে ও মানুষকে জানানোর জন্য সারাজীবন সাধনা করে গেছেন ও আল্লাহুর রাসুল (সঃ) এর প্রকৃত শিক্ষা অনুসরন করার চেষ্টা করে গেছেন নিজের মহৎ ব্যক্তিগত ও কর্ম ময় পেশাদার জীবনে।
ছাত্র জীবন থেকেই ডাঃ মোমিন সত্যনুসন্ধানি জ্ঞান সাধক ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এ অধ্যয়নরত অবস্থা থেকেই দৈনিক আজাদ, দৈনিক বাংলার বানী, বাংলাদেশ টাইম্স, সাপ্তাহিক হলিডে, সাপ্তাহিক বিচিত্রায় বিভিন্ন গবেষণা মুলক লেখনি প্রকাশ করেন। পরবর্তীতে তিনি কয়েকটি মহা মূল্যবান ইংরেজি ও বাংলা গ্রন্থ রচনা করেন এবং প্রখ্যাত তুর্কি লেখক আদনান ওকতার বা হারুন ইয়াহিয়ার ৩ টি মূল্যবান গ্রন্থ বাংলায় অনুবাদ করেন।
২০১৯ সালের ২১ নভেম্বর এই মহান জ্ঞান তাপস ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহে ও ইন্না ইলাইহে রাজেউন। মহান আল্লাহু রাব্বুল আলামিনের সাথে মিলিত হওয়ার সময় কালে তিনি দুনিয়ায় স্ত্রী, দুই পুত্র, তিন কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ডাঃ এ এন এম এ মোমিন ( ফারুক চৌধুরি ) এর রচিত ও অনূদিত গ্রন্থ সমূহের মধ্যে উল্লেখযোগ্যঃ
বাংলাঃ
১। পুত পবিত্র আহলে বায়াত ই ইমানের ভিত্তি
২। পবিত্র কোরানের আলোকে সামাজিক বিপর্যয় প্রাকৃতিক দুর্যোগ
৩। গাদিরে খুম থেকে দামেস্ক
৪। কোরানের আলোকে পীর কে কী ও কেন
৫। সুফিবাদ – এজিদি ইসলাম ও ১২ ঈমাম
ইংরেজিঃ
১। রিলিজিয়ন এন্ড পলিটিক্স
২। অন সেকুলারিজম
অনূদিত কর্মঃ
১। ডারউইনবাদ বিশ্ব মানবতার শত্রু
২। হজরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন
৩। ইমাম মেহেদি আঃ এর আগমনের নিদর্শন।
ডাঃ মোমিন মানুষকে ইসলামের প্রকৃত শিক্ষা জানানোর জন্য তার দীর্ঘ দ্বীনের সহকর্মী জনাব এম সানওয়ার হোসেন এর সাথে মিলে www.thetruthbd.com প্রতিষ্ঠা করেন যা এখনও সচল রয়েছে। তার ইন্তেকালের পর তার পুত্র ইবনে মোমিন মহান আল্লাহুর সন্তুষ্টি অর্জনের উদ্দেশে মানুষকে ইসলামের প্রকৃত শিক্ষা জানানোর জন্য তার পিতার মূল্যবান লেখনি ও গবেষণাকর্মকে সংরক্ষণ ও প্রচারের জন্য এই ওয়েবসাইট প্রতিষ্ঠা করে।
হে আল্লাহ়্ আপনি আমাদেরকে আপনার সন্তুষ্টির পথে তথা আপনার রাসুল (সঃ) এর প্রকৃত শিক্ষা অনুসরণ করে চলার তৌফিক দান করুন । আমীন